যা দেখ যা দেখনা
ভাঙ্গে যত অনুভূতি চেনা অচেনা,
তোমার অনাগত সম্ভাবনায় জমে
ঘুণপোকার আর্তনাদ।
তোমার নীল আকাশ শূন্য চোখে চেয়ে থাকে
অন্ধকার দেয়ালে,
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে।
তোমার জানালায় নীল আকাশ
আঁধারে নয় আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময়
শূন্যতার ভিড়ে হারিয়েছে স্তব্ধ সময়
স্বপ্নময় ঘুমে নয় শব্দগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয় স্তব্ধ সময়।
ছায়াদের বাঁধা চোখে চোখে ফেরে
সময়ের নির্বাসিত নীল আকাশ,
অন্ধকার ভেঙে গড়ে আজ
শব্দ করে এই ইতিহাস।
তোমার নীল আকাশ শূন্য চোখে চেয়ে থাকে
অন্ধকার দেয়ালে,
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে।
তোমার জানালায় নীল আকাশ
আঁধারে নয় আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময়
শূন্যতার ভিড়ে হারিয়েছে স্তব্&
ARTCELL еще тексты
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 1