Гуру Песен Популярное
А Б В Г Д Е Ж З И К Л М Н О П Р С Т У Ф Х Ц Ч Ш Э Ю Я
# A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Chamok Hasan & Rabbi - Saare Aat Hazar Mile Dure | Текст песни

সাড়ে আট হাজার মাইল দূরে
শিল্পীঃ চমক হাসান
------------------------------------------

ও গান তুমি,
ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়।
গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়।
গান ভেসে যাও অতলান্তিক ঘুরে
ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে
সাড়ে আট হাজার মাইল দূরে…
সাড়ে আট হাজার মাইল দূরে…
বুহুদুরে কোনো খোলা জানালায়,
উদাসী মেঘেরা খেলে অবেলায়।
তখন অকারন, কোনো আনমনা মন,
বিরহী দু চোখে জল ঝরাবি।
ও গান তাড়াতাড়ি, তুমি যাও তার বাড়ি,
বৃষ্টিটা নামার আগে।
পৌছে যেও প্রথম জলকণা গড়াবার আগে।
ও গান তুমি বলে দিও তাকে,
আমিও বাঁচি অভিনয়ে।
মুখোসের আড়ালে নূনা চোখ ডেকে,
অন্য অনেক পরিচয়ে।
ব্যাথা গুলো বুঝিয়ে বলো
আর বলো আসছি আমি,
ফুরোবে এইবার পালায় অপেক্ষার
যাও বলে দাও ও গান তুমি।
ও গান তুমি,
ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়।
গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়।
গান ভেসে যাও অতলান্তিক ঘুরে
ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে
সাড়ে আট হাজার মাইল দূরে…
সাড়ে আট হাজার মাইল দূরে…

Chamok Hasan & Rabbi еще тексты


Видео
Нет видео
-
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 2