চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙে যাবে জানো না
তোমার কথা ভেবে আমি
আমি গল্প কবিতা আর কাব্য লিখি
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি
আহাআআআ
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙে যাবে জানো না
জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা
ভুল বুঝে কোনোদিন
আমায় তুমি করোনা একা
আহাআআআ
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙে যাবে জানো না
চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যù
Miles еще тексты
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 1