কত কথা ঝরে ছিল এই পথে তবে এত কথা দিয়ে কি হবে যদি নাই দেখি এই পথ চলে যদি নাই থাকি তোমারি হয়ে কবে কথাগুলো গাব সুরে কবে এই কথা? কবে কথাগুলো গাব সুরে কবে এই কথা?
আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে এই শেষ রাতের গল্পগুলোকে মনেরই বন্ধ জানালাতে কথাগুলো আজ হারিয়ে
তবে তোমার কথা শুনে কতটা পথ দেখব ঘুরে?
কবে কথাগুলো গাব সুরে কবে এই কথা? কবে কথাগুলো গাব সুরে কবে এই কথা? কবে কথাগুলো গাব সুরে কবে
কল্পনা আজ পেছনে ফিরে রয় অন্ধ ভুবনে কথাগুলো আজ জড়িয়ে একসাথে অন্য কারো সুরে