Гуру Песен Популярное
А Б В Г Д Е Ж З И К Л М Н О П Р С Т У Ф Х Ц Ч Ш Э Ю Я
# A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Tahsan - Angul | Текст песни

ও অভিমানী রুপলী জলে প্রভায় হৃদয় আমার ভিতরে রাখতে
দুপুর গড়িয়েও সন্ধ্যা হলে ও আমায় ছূয়ে থাকতে
সেখানে হঠাৎ মেঘের প্রপাত করল আঁধার উল্লাস
কারণ টা কি জানা হয়নি সেই থেকে একা বসবাস
ও অভিমানী…….
এত পিছুটান এত অভিমান এখনো ও চোখের ভাষায়
এত অভিমান এত পিছুটান তবুও থাকছি আশায়।
আমি আবারো তোমার ঐ আঙুলে আমার আঙুল রাখবো
ফিরে এসে বলবে ও পাগল বলে আছি, তোমার তোমারী থাকবো।
ও ও ও ও ও ও ও ও
দশমীর ভাঙ্গা চাঁদ আবারো একসাথে দেখবো
শ্রাবনের ধারাতে আবারো একসাথে ভিজবো
এত অভিমান এত পিছুটান তবু থাকছি আশায়।
আমি আবারো তোমার ঐ আঙুলে আমার আঙুল রাখবো
ফিরে এসে বলবে ও পাগল বলে আছি তোমার তোমারী থাকবো।
রুপলী সে জলের প্রভা এখনো আমার এই মন
তুলনা করনা তুমি আগেও করতে যেমন
এত অভিমান এত পিছুটান তবু থাকছি আশায়।
আমি আবারো তোমার ঐ আঙুলে আমার আঙুল রাখবো
ফিরে এসে বলবে ও পাগল বলে আছি তোমার তোমারী থাকবো। - See more at: http://www.lyricsbangla.com/lyrics-2528.html#sthash.nZE6m2Q6.dpuf

Tahsan еще тексты


Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 1
Видео
Нет видео
-