Гуру Песен Популярное
А Б В Г Д Е Ж З И К Л М Н О П Р С Т У Ф Х Ц Ч Ш Э Ю Я
# A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Tahsan - Attohonon | Текст песни

চলে গেছো তুমি দৃষ্টির অগোচরে
প্রতিবাদ করিনি একবারও
অস্পৃশ্য তুমি অন্য জগতে
কষ্টের খোরাক মাত্র
অস্ফুট এই কষ্ট লুকিয়ে
আলতো করে আমি ডাকছি
জানি আসবেনা তবু যেন আজও
তোমার প্রেমে আমি মত্ত
ভুল ছিল না তোমার জানি
বন্ধ বইয়ে তুমি বন্দী জানি
স্বপ্ন মোদের বাস্তবতার
কাছে এসে হেরে গেল
শান্ত মনে ভ্রান্ত হব প্রেমিক আমি
শেষ একটা বারের মত
ছুটন্ত আমি পথপ্রান্ত অনন্তদিনে
প্রেমেই আমার সমাধি
তোমার সাথে এবন্ধন আমার জন্মান্তরের
আসছি আমি…
একটু একটু করে আসছি আমি
আসছি আমি তোমার কাছে!

আজ মনে পরে সেই প্রথম চিঠি
আরো মনে পড়ে সেই প্রথম গোলাপ
আজ মনে পরে সেই বৃষ্টিভেজা রাত
আরও মনে পরে সেই সমুদ্রে সুপ্রভাত
ভুল ছিল না তোমার জানি
বন্ধ বইয়ে তুমি বন্দী জানি
স্বপ্ন মোদের বাস্তবতার
কাছে এসে হেরে গেল
শান্ত মনে ভ্রান্ত হব প্রেমিক আমি
শেষ একটা বারের মত
ছুটন্ত আমি পথপ্রান্ত অনন্তদিনে
প্রেমেই আমার সমাধি
তোমার সাথে এবন্ধন আমার জন্মান্তরের
আসছি আমি…
একটু একটু করে আসছি আমি
আসছি আমি তোমার কাছে
তোমার কাছে আসছি আমি আর একটু পরে!

Tahsan еще тексты


Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 1
Видео
Нет видео
-