কখন যেন ঘোলাটে স্বপ্ন আমার সত্য হয়ে এলো আর আবেগের অশ্রুজল উন্মাদ আমি, অসংলগ্ন জীবন আমার চলে গেলে কেন, শেষের কি অর্থ ছিল ? খুঁজে পাবে না তুমি এ হৃদয় খুঁজে পাবে না তুমি এ হৃদয় কোথাও
ফিরে এসো এ হৃদয়ে এসো না, এসো না ভুলতো ভাঙবে তোমার... এসো না, এসো না ভুলতো ভাঙবে তোমার একদিন
ব্যস্ত তুমি ভুলে যেতে এ আমায় কোমল সুরে লেখা প্রেমের এ গল্পটা খুঁজে পাবে না তুমি এ হৃদয় কোথাও
বন্ধ ভয়ে গল্পের শেষটা দেখনি ভাঙবে সে ভুল তোমার, আর আবেগের অশ্রু জল খুঁজে পাবে না তুমি এ হৃদয় খুঁজে পাবে না তুমি এ হৃদয় কোথাও ফিরে এসো এ হৃদয়ে এসো না, এসো না ভুলতো ভাঙবে তোমার একদিন ।।