সমাজ শিখরে আজ তুমি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদলিত করে
মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে (২)
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে……
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ………
তোমার দুপাশে মিথ্যে গুণবাহী
দেবে কি বাঁধার আশা জনতার এ নিরলে
রবে কি জনগন রাজপথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে প্রানে
হে মহারাজ………
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে……
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ………
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ………(২)
Warfaze еще тексты
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 1